#সুখে থাক #বিশ্ব নাহি থাক নিঃস্ব

0
176
নাহি থাক নিঃস্ব
💐
#নজরুল ইসলাম হাবিবী
😄💐
#শুভ হোক প্রতিসাল
প্রতিদিন ঘন্টা,
প্রতিপল অনুপল
প্রতিজন মনটা।
শুভ হোক সুখি হোক
জনগণ বিশ্বের,
ক্ষুধা রোগ নাহি থাক
আর কোন নিঃস্বের।
চলে যাক ধরা থেকে
অবিচার রণটা।
সুখে থাক পশুপাখি
সর্পরা সুখে থাক,
বাঘ বক এক সাথে
মিলেমিশে বেঁচে থাক,
রহিমেরও হয়ে যাক
রামফুলবনটা।
নাহি থাক দলে মতে
আর কোনো দ্বন্দ্ব,
নাহি থাক গাড়ি ঘোড়া
মিল কল বন্ধ,
চলে যাক মন থেকে
প্রতিশোধ পণটা।
পৃথিবীতে নাহি থাক
আর কোন যুদ্ধ,
নাহি থাক স্বাধীনতা
মানবতা রুদ্ধ,
চলে যাক চির তরে
সব উৎকন্ঠা।
সমতায় মমতায়
হবে এই ধরনী,
অক্ষরে অমরতা
হবে ভব তরণী।
গরীবের লাগি চাই
ধনীদের ধনটা।
পৃথিবীর কোনখানে
নাহি থাক কান্না,
ঘরে ঘরে ক্ষুধাতুর,
তব ঘরে পান্না!
আর না বিশ্বে
মৃতলাশ জনটা।
পুলকিত পৃথিবী
ধনে মনে ধন্য,
মানুষ মানুষ হবে
হবে না দাস পণ্য,
সুখে র’বে পৃথিবীর
সব ভাই বোনটা।
সুখি হোক মিনিটেরা
দিন মাস সনটা।
সুখি হই আমি তুমি
সেও প্রতি ক্ষণটা।
💐
২৬.১২.২০২২
লন্ডন।
রাত-৮ টা।
Northumberland Park
London.
নববর্ষের শুভেচ্ছা জানাবার জন্য এটি লিখেছিলাম।
নীলফামারিতে শীতবস্ত্র বিতরণে লাইভে অংশ গ্রহণ,
চট্টগ্রামে কলমের অফিস উদ্বোধন, নতুন বর্ষে আমার রেকর্ডকৃত বক্তব্য, আমার স্ত্রীর জন্মদিন, তারপর আমার জন্মদিন- সব মিলিয়ে পোস্ট দিতে বিলম্ব হয়েছে।
লেখাটি আপনাদের জন্য।
আমি আমার জন্মদিনের অনেক পোস্টে এখনো কমেন্ট করতে পারিনি বলে দুঃখিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here