#বিশ্বের প্রতি
নজরুল ইসলাম হাবিবী।
*
চিঠিখানা রেখে গেলাম তোমাদের হাতে।
শব্দনক্ষত্র নেমে এলে
নব বাণী নিয়ে
স্বাগত জানাবে, না হলে তোমরা জ্বলো চাঁদের মতন।
চাঁদ ছন্দ হবে কথা দিয়েছিলো,
তা না হলে, তোমরা কবিতা লিখে নিও, প্রয়োজনে ভুল বানানে।
সূর্যকে তূর্য হতে বলেছিলাম আজীবন।
যদি না শুনে লক্ষ কোটি লেখকের কথা,
তোমরা কাগুজে ফুলের কবিতা লিখিও।
যে ফুল শুধু বুঝে চুল, নারীর খোপা, প্রেম শ্যাম ভালবাসা মোহ মুগ্ধরূপ!
কারো রক্তে হাসে যদি পরী পারিজাত,
শোভা বাড়ায় হিটলার করে
সেই ফুল নাহি দিও আমার কবরে।
পাঁচ কোটি বছর পূর্বে
আকাশ ও মেঘের সাথে কথা হয়েছিলো জাম্বেজি পারে,
উল্কারা ঝরেছিলো মানুষের মিছিল হয়ে;- আকাশের মানবিক মশাল।
সভ্যতা কৃষ্টি সৃষ্টির প্রথম ধারাপাত।
বলেছিলো নির্যাতিত হবে না কোন মানুষের হাত।
আজ যদি হয় তা সভ্য কোন দেশে, হোবাকে বলে দিও
বারুদ বোমা হতে,
হতে বজ্রপাত।
ধ্বংসের পর
কলমিপৃথিবী গড়া শুরু হবে ফের,
নতুন বিশ্ব হবে সব লেখকের।
এ বিশ্ব নিঃস্বের হবে
সাহিত্যের সাম্য বিধান,
কাল যদি চলে যাই তোমরা গেয়ে যেও কলমির গান।
১৮.০৭.২০২৩
লন্ডন।